স্টাফ রিপোর্টার: বন্যার্তদের পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শুক্রবার( ৩০ আগস্ট) দুপুরে স্থানীয় হোটেল উজান ভাটিতে আশুগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,উনার নিজস্ব অর্থায়নে বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, বন্যা দুর্গত এলাকায় নিরলস ভাবে বিএনপি’র নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশে বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন,বাংলাদেশের শুষ্ক মৌসুমে ভারত পানি না দিয়ে বর্ষা মৌসুমে বাঁধ খুলে পানি ছেড়ে দেওয়া এটা কোন প্রতিবেশী দেশের আচরণ হতে পারে না। এসময় তিনি জেলা- উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের খোঁজ খবর নেন, সাবেক এমপি,ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় আশুগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি।
এই সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী,ত্রাণ বিষয়ক সম্পাদক ফয়সাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জহির সরকার, প্রশাসনিক সম্পাদক মোঃ সোলাইমান,সহ সাংগঠনিক সম্পাদক মোবারক মুন্সি, মোঃ পলাশ খান, কাউসার মোল্লা,যুব বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ, আশুগঞ্জ বন্দর,সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল,সাবেক যুগ্ন আহবায়ক আমানত উল্লাহ সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুরের ছোট ভাই শফিক সহ আশুগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।