ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: কোন ধরনের ফি ছাড়াই মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে সকলকে আইটিতে স্কিলড করে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাদেকুল ইসলাম সাচ্চুর উদ্যোগে লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর তিন মাস প্রশিক্ষণ কোর্স শেষে আনষ্ঠানিক ভাবে ৪৭ জন শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্যালয়ে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোক্তা সাদেকুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট প্রশিক্ষক শাহ কামালের পরিচালনায়,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক,সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,কার্যকরি সদস্য আবুু আব্দুল্লাহ,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মো.বাবুল সিকদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করেন অতিথিরা। অতিথিরা বলেন কারিগররি শিক্ষার কোন বিকল্প নেই। তাই এই ধরনের উদ্যোগ সত্যিই অভাবনীয় এবং প্রশংসার দাবীদার।