স্টফ রিপোর্টার:: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আশুগঞ্জ সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার যাত্রাপুর বর্ণমালা আদর্শ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মিনারা আলম। আশুগঞ্জ সদর ইউপি,সদস্য শিরিনা বেগমের সভাপতিত্বে বিশেস অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা.জোসনা চৌধুরী। ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা বেগম। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নিলুফা ইয়াসমিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তোফায়েল আলী রুবেল,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির,সদস্য মোশারফ মুন্সী,সাবেক চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন,ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আজাহার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান (হোসেন),সাধারন সম্পাদক দেলোয়ার হেসেন প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ জনের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে সভাপতি মোছা.শিরিনা বেগম, সাধারণ সম্পাদক পারভীন বেগম, সহ-সভাপতি মনোয়ারা বেগম,যুগ্ম সম্পাদক রুনা বেগম, সাংগঠনিক সম্পাদক ছালমা আক্তার সুমি ও সদস্য নিলুফা বেগম।