ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।এতে আনারস প্রতীক নিয়ে বাবুল কবির পরিষদ ও চাকা প্রতীক নিয়ে বজলু কাউসার পরিষদ দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন কমিশনার মোঃ মজিবুর রহমান জানান,মোট ভোটার সংখ্যা ৪৭৯। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোটগ্রহণ। তিনি আরো জানান নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বিভিন্ন ভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। তিনি আশা করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন জানান শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দুপুর পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোট গ্রহণ