আশুগঞ্জ প্রতিনিধি:: নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। রোববার (২৩ জুলাই) সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা হাতে হাত ধরে দীর্ঘ লাইনে মানববন্ধের সূচনা করেন।
এ সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সার্বিক পরিচালনায় গ্যাস সরবরাহের দাবি নিয়ে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ- সভাপতি জাহিদুর রহমান সহ আরও অনেকে। কারখানার শ্রমিক-কর্মচারীরা বলেন, গত ১ মার্চ থেকে কারখানার ওভারহোলিং এর জন্য দুই মাস উৎপাদন বন্ধ রয়েছে।
ওভারহোলিং শেষে গত মে মাস থেকে কারখানা চালু করতে চাইলে গ্যাস সরবরাহ বন্ধ রাখে বিসিআইসি কতৃপর্ক্ষ। তাই প্রায় ৫ মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং ওভারহোলিং এর কমিশনিং করা সম্ভব হচ্ছে না। দ্রুত গ্যাস সরবরাহ চালু না করা গেলে কারখানাটি পুনরায় চালু রাখা সম্ভব হবে না। তাই কারখানাকে বাচাঁতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছে এবং তিন দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে ২৪ জুলাই সোমবার ও ২৫ জুলাই মঙ্গলবার কারখানায় গেইট মিটিং ও বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে। তিন দিনের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে জানিয়েছেন নেতারা। উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২‘শ মেট্রিকটন ইউনিয়া সার উৎপাদন করে। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের ৮ জেলায় সার সরবরাহ করা হয়।