BrahmanBariaPrimeNews
শুক্রবার , ১২ আগস্ট ২০২২ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের আয়োজন
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ইউনিকোড কনভার্টার
  8. একুশে বইমেলা
  9. কৃষি ও প্রকৃতি
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. চট্রগ্রাম

ইবি’তে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সমর্থনকারিকে নিয়োগ বোর্ড থেকে অব্যবহিত ও প্রাসঙ্গিক ভাবনা –

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
আগস্ট ১২, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
ইবি'তে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের সমর্থনকারিকে নিয়োগ বোর্ড থেকে অব্যবহিত ও প্রাসঙ্গিক ভাবনা -

নিজস্ব প্রতিবেদক:: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের দুইজন প্রভাবশালী বিশেষজ্ঞ সদস্যকে অব্যাহতি দেওয়ার একটি সংবাদ গতকাল জাতীয় প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গত ৯ আগষ্ট অনুষ্ঠেয় ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৫৫ সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।
সিন্ডিকেট হলো একটি বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ অথরিটি। বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ অনুমোদনকারি সংস্হা সিন্ডিকেট। রেওয়াজ অনুযায়ী শিক্ষক সহ সকল নিয়োগ বোর্ড গঠনের জন্য সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপরই দায়িত্ব অর্পন করে। শিক্ষক নিয়োগের জন্য উপাচার্য নিয়োগ বোর্ডের গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সৎ চরিত্রের অধিকারী ও ক্লিন ইমেজের পন্ডিত ব্যক্তিদের নাম সিন্ডিকেটে প্রস্তাব করলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর করা হয়।
ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২৫৪ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগে শিক্ষক নিয়োগের নিমিত্তে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশেষজ্ঞ নিয়োগ দানের জন্য দায়িত্ব অর্পণ করে। সেই ক্ষমতাবলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রহমতউল্লাহকে নিয়োগ দেন। বঙ্গবন্ধুর খুনি খোন্দকার মোস্তাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকেঅব্যাহতি প্রদান করে।
একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের নিয়োগ নির্বাচনী বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের অধ্যাপক আব্দুর রহমানকে নিয়োগ দেওয়া হয় । তিনি ফার্মেসি অনুষদের ডিন থাকাকালীন সময়ে অনুষদের তহবিল থেকে অর্থ আত্বসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদুকের মামলা চলমান রয়েছে।
উল্লেখিত অধ্যাপকদের নিয়োগ বোর্ডে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগদানের পর গত ৯ আগষ্টই ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি কুখ্যাত মোস্তাকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনকারি অধ্যাপক রহমত উল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে দুদুকের মামলার অভিযুক্ত অধ্যাপক আব্দুর রহমানকে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো জানতে চাইলে কর্তৃপক্ষ এর কোন সদুত্তর দিতে পারেননি। আমি তাদেরকে নিয়োগ কমিটি থেকে এই মুহূর্তে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করলে তা গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সরকার যাদের মনোনয়ন দিয়ে থাকে তাদের কাজই হলো সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকান্ডে বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি সুষ্ঠু ভাবে পরিচালনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করা। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডে জাতির জনকের খুনির পক্ষাবলম্বনকারিকে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাতের দায়ে দুদুকের মামলার আসামিকে নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে কিভাবে অন্তর্ভুক্ত হলো এ প্রশ্ন থেকেই যায়।
উক্ত নিয়োগের বিষয়ে সংবাদটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও তাদের নিয়োগ বোর্ড থেকে এতদিন কেন বাদ দেওয়া হয়নি সে প্রশ্নও থেকে যায়। আমি দেখতে চেয়েছিলাম সরকার যাদের সিন্ডিকেটে সদদ্য নিয়োগ দিয়েছে তাদের কেউ সিন্ডকেট সভায় বিষয়টি উত্থাপন করেন কিনা। কিন্তু সিন্ডিকেটের কোন সদস্য এ বিষয়টি উত্থাপন করেননি। বঙ্গবন্ধুর প্রেমী সেজে যারা দৌড়ঝাঁপ করে লবিং করে সিন্ডিকেট সদস্য হয়েছেন তাদের কাউতো এ বিষয়ে একটি কথাও বলতে দেখলাম না। শেষ পর্যন্ত আমাকেই এই স্পর্শ কাতর বিষয়টি উত্থাপন করতে হলো । তার মানে দাড়ায় আমি যদি সিন্ডিকেটে প্রতিবাদ না জানাতাম তাহলে অভিযুক্ত এই দুই শিক্ষক নিয়োগ বোর্ডে বিশেষজ্ঞ পন্ডিত ব্যক্তি হিসাবে উপস্থিত হতেন। এ ক্ষেত্রে ধরে নেওয়া অমুলক হবে না তারা নিয়োগ বোর্ডে অংশ নিয়ে বঙ্গবন্ধুর খুনিদের আত্বীয় স্বজন কিংবা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল সামসদের নাতি পুতিদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিতেন। আর এ সকল শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি পয়দা করতেন। এসব জঙ্গীরা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে কুঁড়ে কুঁড়ে খেতো।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসলেই অভাগা। তাকে একাই সকল অপশক্তির বিরুদ্ধে লড় হচ্ছে। শত ষড়যন্ত্র মোকাবেলা করে তাঁর একক প্রচেষ্টায় বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল। কিন্তু তিনি যাদেরকে বিশ্বাস করে এই উন্নয়নের অংশীদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন তাদের অনেকেই আজ নীতি আদর্শ ভুলে গিয়ে টাকার কাছে নিজেদের বিবেককে বিক্রি করে দিচ্ছন। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় অথচ প্রশাসন সহ দেশের সর্বত্র আজ স্বাধীনতা বিরোধীদের জয় জয়কার। টাকার কাছে আজ বিক্রি হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য যারা নিজের জীবনবাজি রেখে যৌবনের সোনালী দিনগুলো রাজপথে কাটিয়ে দিয়েছেন, জেল,জুলুম, অত্যাচার,নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা আজ দলের কাছে অপাংতেয়। দলে আজ তাদের কোন মুল্য নেই। সুবিধাবাদী বর্ণচোরারা আজ আওয়ামী লীগার সেজে সব দখল করে বসে আছে। এদের রুখে দাড়ানোর এখনই সময়।

সর্বশেষ - চট্রগ্রাম

আপনার জন্য নির্বাচিত
দ্রব্যের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি-ডিসির

দ্রব্যের বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি-ডিসির

আশুগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদর সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

আশুগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

এসএসসির লিখিত পরীক্ষা শেষ হতে পারে ১৮ দিনেই

সরকারি চাল সংগ্রহ বিবর্ণ চাল আমদানির প্রমাণ পেলে ব্যবস্থা-খাদ্য সচিব

আশুগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আশুগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আখাউড়ায় প্রাচীনতম বিদ্যাপীঠ তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়, ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম

আখাউড়ায় প্রাচীনতম বিদ্যাপীঠ তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়, ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম

আশুগঞ্জের শরীফপুরে ব্রাহ্মণবাড়িয়ার-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন’কে গণসংবর্ধণা দিয়েছে এলাকাবাসী।

আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈনকে গণসংবর্ধণা

কসবায় আকছিনা বাজারে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

কসবায় আকছিনা বাজারে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

চাঁদপুরে হত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধে ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

চাঁদপুরে হত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধে ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

আশুগঞ্জ সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ