স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৭ জুন বুধবার সন্ধ্যায় জাতীর মূক্তিসনদ খ্যাত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ছফিউল্লা মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী সহ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল।
অথিতিরা বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আত্মত্যাগের সংগ্রামী একটি দিন ০৭ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেওয়া। বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিই ছিল না। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না।
এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয়ী এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন।এসময় বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ পথ চলার আহবান জানান বক্তারা।এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী, আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।