স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন ও আকছিয়া দারুস সুন্নাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এর পক্ষ থেকে পবিত্র মাহে রমযান উপলক্ষে প্রতি বছরের ন্যেয় এবারও শতাধীক অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কসবায় আকছিনা বাজারে,আব্দুর রহমান বিন,ময়নাল হোসেন বিন নজরুল ইসলাম মার্কেট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক ময়নাল হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইংল্যান্ডের লন্ডন দারুল আরকাম মসজিদের খতিব,ইমাম ও দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি শায়খ মোশারফ হোসেন রব্বানী (হাফেজাহুল্লাহ), অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ হুসাইন।
দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ ইসরাইল খাঁন বিন কালু মিয়ার সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন,কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম,(রুমি), এসম আরও উপস্থিত ছিলেন ইসমাইল চৌধুরী,মুহাম্মদ হোসেন,ডা.র্মিজা খোকন,নূর খান,ইমাম হোসেন, অলি আহম্মেদ,মাজহারুল হক প্রমুখ। এতে শুভেচ্ছা জানিয়েছেন,ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর সভাপতি মহিউদ্দিন বিন আব্দুল মালেক (হাফেজাহুল্লাহ), সাধারণ সম্পাদক সুফল মিয়া বিন হাবিবুর রহমান, উপদেষ্টা শাহ আলম বিন আবু ছিদ্দিক, কসবা দারুস সুন্নাহ ফউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ তেতো মিয়া,সহ সভাপতি মুহাম্মদ ইব্রাহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান আমন্ত্রিত অতিথিগণ। সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। আগামীতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য এই সাহায়তা অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া প্রাইম নিউজ।