ময়নাল হক ভূইয়া (মইনুল):: মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের বাড়াই যুব সমাজের উদ্যোগে নাইট ম্যাচ প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সন্ধা সাড়ে ৭টায় খেলা টি শুরু হয়।
বর্ণাঢ্য আতশবাজি ফোটানোর মাধ্যমে নাইট ম্যাচ প্রীতি ফুটবল ফাইনাল খেলাটি উদ্বোধন করেন এলাকার বিশিষ্টজনেরা। গ্রাম অঞ্চলে এই প্রথম রাত্রিকালীন ফুটবল ফাইনাল খেলা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমী দর্শকরা মাঠে ভিড় করতে দেখা গেছে।
ফুটবল খেলা উপলক্ষে বাড়াই আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় মাঠটিকে বিশেষ ব্যবস্থায় আলোকসজ্জা করেন খেলা পরিচালনা কমিটি। আসন্ন কাতার বিশ্বকাপ কে কেন্দ্র করে স্থানীয় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল প্রেমী দর্শক ও সমর্থকদের নিয়ে এলাকার যুব সমাজ দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় স্থানীয় ব্রাজিল ফুটবল একাদশ দুই এক গোলের ব্যবধানে স্থানীয় আর্জেন্টিনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার প্রথমার্ধে ব্রাজিল দলের পক্ষে প্রথম গোল করেন মোহাম্মদ কাউসার ভূঁইয়া, আর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দ্বিতীয় গোলটি করেন মোঃ সানি মিয়া, আর্জেন্টিনা দলের পক্ষে একমাত্র গোলটি করেন মোঃ বাইজিদ ভূঁইয়া।
খেলায় চমকপ্রদ গোল করে দলকে এগিয়ে নেওয়ায় ব্রাজিল দলের স্টাইকার মোঃ কাউছার ভূইয়া কে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। আশরাফুল ইসলাম রাব্বির আয়োজনে, কিবরিয়া মোল্লা, আরিফ ভূইয়া ও রুবেল ভুঁইয়া’র যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুদুল আলম দিপু, কাউসার ভূঁইয়, ইকবাল ভূঁইয়া এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
বাড়াইগ্রামের যুব সমাজকে মাদকমুক্ত রেখে সবাই যেন একত্রে মিলেমিশে খেলাধুলা সহ সমাজের ভালো কাজে অংশগ্রহণ করতে পারে এই উদ্দেশ্যে এ ধরনের খেলার আয়োজন করা হয়েছে বলে জানান অংশগ্রহণকারী খেলোয়াড়রা।