রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী ২ আসনে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করতে মরিয়া স্বতন্ত্র প্রার্থী নুর আলম সিদ্দিকী হক। দিনব্যাপী উস্কানিমূলক বক্তব্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
আজ রবিবার সন্ধ্যায় কালুখালী উপজেলার শাওরাইল ইউপির বি কয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগণ নৌকা প্রতীকে পোস্টার ছিঁড়ে ফেলতে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও তার চালককে আটক করে পুলিশের সোপর্দ করে।
সাওরাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী বলেন, রাজবাড়ি২ আসনে নির্বাচনী পরিবেশ খুব শান্ত শিষ্ট রয়েছে। পরিবেশ উত্তপ্ত করতে মরিয়া স্বতন্ত্র প্রার্থী নুর আলম সিদ্দিকী হক
মূগী পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি ,, শফিউদ্দিন বলেন, আমরা ঘটনাটি শোনার পর আমাদের পুলিশ কালুখালী ওসি স্যারের নির্দেশে ট্রাক ও চালক আটক করা হয়েছে। সাওরাইল পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। আগামীকাল সকালে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হাজির করা হবে।