স্টাফ রিপোর্টার: সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জের বড়তল্লা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য মির্জা আব্বাস আহম্মেদ সফিউল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী,হানিফ,আব্দুল হান্নান আনসারী,মোঃ নাজিম উদ্দিন,হোসেন সরকার,হাজী মুতিউর রহমান মেম্বার,উজ্জল মিয়া সহ আরও অনেকে, সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে জয়লাভের পর বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়। এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়।