আশুগঞ্জ প্রতিনিধি::”গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ”এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে বৃক্ষরোপণ দিবস উপলক্ষে লক্ষাধীক ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) দুপুরে আশুগঞ্জ, সরাইল, নবীনগর, নাসিরনগরে একযোগে ৯টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে গাছের চারা রোপণের মধ্যদিয় দিবসটি পালিত হয়।
এসময় হবিগঞ্জ যোনের আশুগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংক এর নারী সদস্যদের হাতে লক্ষাধীক ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেয়া হয়। এরিয়া ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম এর উপস্থিতিতে এ সকল ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
এ সময় গ্রামীণ ব্যাংক আশুগঞ্জ তারুয়া শাখার সহকারী ম্যানেজার মোঃ সোলাইমান,শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, অফিসার নান্টুলাল দাস, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।এছারাও সাংবাদিক,এলাকার বিশিষ্ট বব্যক্তিবর্গ সহ বিভিন্ন শাখার কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।