স্টাফ রিপোটার:: চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠান জরিমানা আদায় করেছে। গতকাল ২৮ আগষ্ট রবিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে সদর উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
চাঁদপুর শহরের ৫নং ঘাট, স্ট্যান্ডরোড এলাকার সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন বিষয়টি যাচাই করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় মেসার্স মান্নান ব্যাপারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সরকার ঘোষিত ন্যার্য মূল্যের ঔষধের দোকান দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এরপর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ক্যান্টিনে তদারকি করা হয়। তদারকিকালে এটি প্রতীয়মান হয় যে, উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করে, খাবার নিম্নমানের এবং পরিমানে কম দেয়ার কারনে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সদর হাসপাতাল ক্যান্টিনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠান থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এবং ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কাজ থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয় । বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং চাঁদপুর মডেল থানার পুলিশের একটি চৌকশ টিম।