ময়নাল হক ভূইয়া (মইনুল):: নিজস্ব মেধা ও পরিকল্পনায় আগাম জাতের টমেটো চাষে সফল ব্রাহ্মণবাড়িয়ার আপন দুই ভাই। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিনাইর গ্রামের দুই ভাই মেহেদী হাসান ও জামির হোসেন। জানা গেছে শখের বশবর্তী হয়ে আগাম জাতের বারি-৮ টমেটোর প্রজেক্ট করে এখন লাভের স্বপ্ন দেখছেন তারা।
চিনাইর প্রধান সড়ক দিয়ে ঘাটিয়ারা যাওয়ার রাস্তার পাশে প্রায় তিন বিঘা জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে এ কৃষি প্রজেক্ট তৈরি করেন তারা। বারি-৮ টমেটোর জাতটি উচ্চফলনশীল হওয়ায় চারা লাগানোর দুই মাসের মধ্যেই গাছে টমেটো আসতে শুরু করে, প্রতিটি গাছে গড়ে ৮ থেকে ১০ কেজি করে টমেটো পাওয়া যায় বলে জানান মেহেদি হাসান ও জামির হোসেন ।
চলতি বছর এখানকার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বারি-৮ টমেটোর ফলন হয়েছে খুবই ভালো,৩বিঘার প্রজেক্টটিতে জমি তৈরি, মালচিং, চারা ক্রয় ও রোপণ সহ আন্তঃপরিচর্যা বাবদ খরচ হয়েছে প্রায় ২লক্ষ ৬০ হাজার টাকা, আর গাছে যে পরিমাণ ফলন আছে সবকিছু ঠিকঠাক থাকলে এতে প্রায় ৫ লক্ষ টাকার টমেটো বিক্রির আশা করছে তারা। ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে গাছের কিছুটা ক্ষতি হওয়ায় এবছর লাভের পরিমাণ কিছুটা কম হবে বলে মনে করছেন তারা।
এ ফসলটি উচ্চ ফলনশীল, আগাম জাতের ও সাইজে বড় হওয়ায় ভালো মূল্যে জমি থেকে পাইকাররা এসে তা নিয়ে যাচ্ছে, এব্যাপারে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে আরো বড় ধরনের কৃষি প্রজেক্ট করার ইচ্ছে রয়েছে বলে জানান তারা। তাদের মতে কোনো জমি খালি না রেখে, যেখানে যে ধরনের ফসল হয় সেখানে তা সবাইকে আবাদ করার চেষ্টা করতে বলেন তারা।