ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শোক র্যালি করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু মুড়াল থেকে র্যালিটি বের হয়।
শোক হোক শক্তি’ স্লোগানে উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তোফায়েল আলী রুবেল এর নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পুনরায় কাচারি বীথিকায় বঙ্গবন্ধু মুরালে গিয়ে শেষ হয়।
শোক র্যালিতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য হেবজুল বারি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন সিকদার,শ্রমিক লীগের সভাপতি আবু মুছা,আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার,সাবেক যুবলীগ নেতা জিয়া্উদ্দিন খন্দকার,ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তানভীর আজহার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য পারভেজ আলম চৌধুরী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ওকে