স্টাফ রিপোর্টার: শোকাহব আগস্ট মাসে সমগ্র জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে গ্রামীণ ব্যাংক, হবিগঞ্জ যোনের উদ্যোগে যথাযথ মর্যদায় শ্রদ্ধা,ভালোবাসা,ভাবগম্ভীর ও বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মচূচির মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস।
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক হবিগঞ্জ যোনে ৬টি এলাকায় ৫৮ টি শাখায় একযোগে ১০ লক্ষ বৃক্ষরোপণ এর বিশেষ কর্মসূচী পালন করা হয়। ১৫ আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংক, হবিগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মোহাম্মদ মোতাহার হোসেন,গ্রামীণ ব্যাংক,তারুয়া আশুগঞ্জ শাখায় উপস্থিত থেকে, গ্রামীণ ব্যাংক এর নারী সদস্যদের হাতে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেন।
এসময় উপস্থিতি ছিলেন, আশুগঞ্জ এরিয়ার প্রোগ্রাম অফিসার মোঃ খাইরুল ইসলাম,শাখা ব্যবস্থাপক ,সহকারী ম্যানেজার ও শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। শোক দিবস উপলক্ষে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপণের মধ্যদিয় দিবসটি পালিত হয়।