স্টাফ রির্পোর: সবাইমিলে গড়ব দেশ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ’এই শ্লোগান নিয়ে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন্্ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদিারুল আলম।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃসাইফুল ইসলাম,শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারনস ম্পাদক সাংবাদিক মোঃ আরজু মিয়া,মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ,ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফাকামাল,শিক্ষার্থী সুরাইয়া আক্তার সোহানা,আহনা তবিন আশরাফ নাবিল,সামিনা তারান্নুম ফাইজা প্রমুখ।
সভা শেষে নিয়াজমুহম্মদ উচ্চ বিদ্যালয়,ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়,আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়,ভাদুঘর মাহবুবুলহুদা পৌরআদর্শ উচ্চ বিদ্যালয় ও কোকিল টেক্সটাইলমিলস্ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করাহয়। সভায় দুদকের সহকারী পরিচালক মোঃমাসুমআলী ও মোঃতারিকুর রহমান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দীকিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ,সহ কারী শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণকরে।