মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া,সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বি এন পির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ও এস এ কে একরামুজ্জামানের নির্দেশে নাসির নগর উপজেলা বি,এন,পির সাবেক সহ সভাপতি ও চাপরতলা ইউনিয়নের
বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফয়েজ উদ্দিন ভূইয়া (পারভেজ) মাষ্টার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টিন ও নগদ অর্থ বিতরন করেন। দুইবারের সফল চেয়ারম্যান ও তার ছোট বোন লন্ডন প্রবাসী নাদিরা জেসমিন আর তার স্বামী সৈয়দ মোস্তাক মিয়া তাহাদেন পক্ষ থেকে এই অনুদান দেন।এ সময় উপস্থিত ছিলেন পারভেজ মাষ্টারের ছোট ভাই শরিফ ভূইয়া, রনক ভূইয়া, হিমেল ভূঁইয়া, মিশু ভূঁইয়া সহ চাপরতলা ইউনিয়ন বি এন পির সভাপতি শফিক মিয়া, চাপর তলা ইউনিয়ন বি এন পির প্রচার
সম্পাদক মাহমুদ ভূইয়া ও চাপরতলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি গোলামনুর, বি,এন,পির ৫নং ওয়ার্ড সভাপতি ইদ্দিছ মিয়া ৪নং ওয়ার্ড সভাপতি খোরশেদ মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার বদরুল মিয়া, চাপরতলা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, মিজান মিয়া,উসমান মিয়া, কালিউতা গ্রামের বর্তমান মেম্বার শফিকুল ইসলাম, ফিরুজ মিয়া, আছকির মিয়া, আজধু মিয়া, দীন ইসলাম মিয়া, পারুক মিয়া, শাহেদ আলী ও মনজুর আলী প্রমুখ।