মোঃ আব্দুল হান্নানঃনাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃসকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৩ সেপ্টেম্ভর ২০২২ রোজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা সদরে চলছে সাজ সাজ রব। সভাপতি সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন অনেকেই।
আজ ৭ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদের নিকট সভাপতি পদে সিভি জমা দিয়েছে সাবেক নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার মনির। এ সময় উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,সাংবাদিক আব্দুল হান্নান,আলমাছ আলী,জিতু মিয়া,বিজয় দাস,কাজল জ্যােতি দত্ত প্রমুখ।
জানা গেছে এটিএম মনিরুজ্জামান সরকার অত্যান্ত সুনামের সাথে একাধারে ১৮ বছর নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন,তাছাড়াও তিনি নির্বাচিত নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।তার আপন ছোটভাই এটিএম মোজাম্মেল হক সরকার মুকুল ও ছিলেন বুড়িশ্বর ইউনিয়নের নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান।