স্টাফ রিপোর্টার::নাসিরনগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে প্রতি বছরের ন্যেয় এবারও নাসিরনগর হরিপুরে শতাধীক অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইংল্যান্ডের লন্ডন দারুল আরকাম মসজিদের খতিব,ইমাম ও দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি শায়খ মোশারফ হোসেন রব্বানী (হাফেজাহুল্লাহ)। দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ ইসরাইল খাঁন বিন কালু মিয়ার সঞ্চালনায়,শুভেচ্ছা জানিয়েছেন,নাসিরনগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর সভাপতি আল আমিন বিন আব্দুলাহ, নাসিরনগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ,হাফেজ ফারুকুল ইসলাম আল আমিন বিন গেন্দু মিয়া,সাধারণ সম্পাদক মঞ্জু মিযা।
উপদেষ্ট জিউর রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান অতিথিগণ। সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আগামীতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য এই সাহায়তা অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।