স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা কৃষিজমির টপ সয়েল গিলে ফেলছে। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হুমকির মুখে পড়েছে জনজীবন। সরকার হারাচ্ছে রাজস্ব। জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত এসব অবৈধ ইটভাটায় কৃষিজমির টপ সয়েল ব্যবহার করায় উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। জনবসতি এলাকার এক কিলোমিটারের মধ্যে কেউ ইটভাটা করতে পারবে না, সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা থাকলেও তা মানছেন না ইটভাটার মালিক।
ইটভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইটভাটার কালো ধোঁয়া বের হয়ে ছড়িয়ে পরছে এলাকায়। আশপাশের গাছগুলো বিবর্ণ হয়ে মরেও গেছে অনেক গাছ। কাটা হচ্ছে কৃষি ও ফসলি জমির মাটি। কোনো কোনো জমি ১৫ থেকে ২০ ফুট গভীরে মাটি কাটা হচ্ছে। আর ভেঙে পড়ছে আশপাশের জমি। ইটভাটায় মাটি নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের করণে সড়কগুলোতে দেখা দিচ্ছে খানাখন্দ। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জানা যায়,গত (২০ নভেম্বর) পরিবেশ দপ্তর মেসার্স রয়েল ব্রিকস ফিল্ড ও মের্সাস সততা ব্রিকস নামে দুটি ব্রিকস ফিল্ড এর ছাড়পত্র বাতিল করেন এবং ভাটাগুলোকে নিষিদ্ধ এলাকা হতে পরিবেশসম্মত স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন। উপজেলার হরিপুর গ্রামের পাশে মেসার্স নিউ রয়েল ব্রিকস ফিল্ড ও মের্সাস সততা ব্রিকস নামে দুটি ব্রিকস ফিল্ড পরিবেশ দপ্তরের নির্দেশ অমান্য করেই চলছে ভাটাগুলো এতে করে পরিবেশ ও বায়ূ দুষণ ও নষ্ট হচ্ছে ফসলি জমি এবেপারে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ব্রিকস ফিল্ড দুটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার হচ্ছেনা।
এলাকাবাসী জানায়,পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে উক্ত অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে। এলাকাবাসীর দেয়া অভিযোগে বলা হয়, স্থানীয় প্রভাবশালী কাপ্তান মিয়া ভেকু দিয়ে সরকারি খাস জায়গা,নদীর পাড় ও ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। তাছাড়া ইটভাটা দুটির নির্গত বিষাক্ত কলো ধোঁয়ায় আশপাশের গাছপালার পাতা কালো রং ধারণ করেছে। এছাড়া ইটভাটা দুটির পার্শে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসা অবস্থিত।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুষিত বায়ূও প্রভাবে নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়। ইতোপূর্বে ইটভাটা দুটির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। হরিপুর গ্রামের আওয়াল মিয়া জানান, আমি এগুলো নিয়া কথা বলায় ইটভাটার মাটির ট্রাকচাপায় আমার ৮ বছরের বাচ্চাকে খুন করে ফেলা হয়। পরে আমি নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করি। এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ফারুক বলেন, এই দুটি ইটভাটার পরিবেশ ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর শোনেছি এখানে আমার আর কি বলার আছে। তবে ইটভাটা দুটি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসি। উল্লেুখ্য ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক খালেদ হাসান সাক্ষরিত অবৈধ ইটভাটাগুলির ছাড়পত্র বাতিল করা হয়।