স্টাফ রিপোর্টার:: রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই”। বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এই গানের সুরে রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকাল ৮ টায় বাহাদুরপুর ইউপি, চেয়ারম্যান মো. সজিব হোসেন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পস্তাবক অর্পন করেন।
এর পর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, কৃষক লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা পুম্পস্তাবক অর্পন করেন। এবং বিকেল চারটায় ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে ইউপি, পরিষদের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ঈমান আলী মাস্টার। আরো উপস্থিত ছিলেন, বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সহ ইউপি, আওয়ামীলীগ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।