স্টাফ রিপোর্টার: গণসংবর্ধনায় হাজারো মানুষের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাতীয় সংসদ উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ড.অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সংবর্ধনায় মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান ড.অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এমপি,কে।
বৃহস্পতিবার সকালে এক বিশাল নাগরিক গণসংবর্ধনা দেয়া হয়। গতকাল শপথগ্রহণ শেষে তিনি নিজ এলাকায় আসার পথে বিশাল এক মটরসাইকেল বহর নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা এলায় গিয়ে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এমপি,কে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতৃবৃন্দ। সরাইল-আশুগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২আসনের সংসদ সদস্য ড.অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
বীর মুক্তিযোদ্ধা হেবজুল বারির সভাপতিত্বে ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ তোফায়েল আলী রুবেল এর পরিচালনায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন। হাজী ছাঈদুর রহমান,ইলিয়াছ আলী,মোশারফ মুন্সী,মনির শিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা।
সরাইল-আশুগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য কালে ড.অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এমপি, বলেন,সরাইল-আশুগঞ্জ বাসীকে আমি স্বপ্ন দেখিয়েছি, সরাইল-আশুগঞ্জ এর মানুষের সেই স্বপ্নপুরনের লক্ষে আমি কাজ করবো ইনশাআল্লাহ।