ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: বাংলা নববর্ষকে বরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,মোঃ হানিফ মুন্সী,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।উপজেলা নির্বাহী শ্যামল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ এসো এসো” গান সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া শিল্পীদের কণ্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম মিজি,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ মোজাম্মের হক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, যুগ্ম সম্পাদক তোফয়েল আলী রুবেল,স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাহিন শিকদার,ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল,সাংবাদিক বাবুল সিকদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ একাডেমীর সদস্যরা উপস্থিত ছিলেন।