হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন পশ্চিম কামালখানী এলাকাবাসীর পক্ষ থেকে মাত্র ৮ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় দুই মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয়েছে বিশেষ সংবর্ধনা ।
২৪ ফেব্রুয়ারি, সোমবার পশ্চিম কামালখানী জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এলাকার সম্মানিত মুরব্বি ও যুবকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার খ্যাতনামা আলেম-ওলামাগণ।
জামিয়া শরইয়্যাহ মহিলা মাদরাসা, তেতৈয়া, হবিগঞ্জ থেকে তাজকিরা জান্নাত নুসাইবা এবং আনওয়ারুল কুরআন শেলী-জালাল ইসলামিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ ইসামুদ্দীন এই বিশেষ সংবর্ধনা লাভ করেন । মাত্র আট মাস দশ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন এ দুই শিক্ষার্থী । উক্ত অনুষ্ঠানে, কন্যার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাজকিরা জান্নাত নুসাইবার পিতা, মাওলানা আহমদুল হক । একইসাথে, মুহাম্মদ হৃদয়ের পক্ষ থেকে ইসামুদ্দীনকে একটি পাঞ্জাবি এবং নুসাইবাকে একটি বোরকা প্রদান করা হয় উপহার হিসেবে ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা জালাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি আলী আকবর, মাওলানা আমীন উদ্দিন ফরাশ, মাওলানা ইমরান আহমদ উসমানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ও যুবকবৃন্দ।
এ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি ধর্মীয় উদযাপন ছিল না, বরং এটি ছিল এলাকার শিশুদের জন্য একটি প্রেরণার উৎস বলে জানান শিক্ষার্থী ও তাদের অভিবাকগণ ।