মোঃ আব্দুল হান্নান:- বি,এন,পি চেয়ারপার্সনের উপদেষ্টা,দেশের বিশিষ্ট শিল্পপতি,হাজারো বেকারের কর্মসংস্থানদাতা ব্রাহ্মণবাড়িয়া -১, নাসিরনগর আসনের জনপ্রিয় নেতা আলহাজ্ব এস এ কে একরামুজ্জামানের রোগমুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট ২০২২ রোজ রবিবার রাত ৮ঘটিকার সময় তার নিজ নির্বাচনী এলাকায় নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দিরে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় । নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শ্যামল বিশ্বাস, ভালাকুট ইউননিয়ন যুবদল নেতা নারায়ণ ভৌমিক, হরিপদ সকার,সবিনয় দাস,নকুল সরকার, নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় এলাকার ভক্তবৃন্দ নারী পুরুষ উক্ত রোগমুক্তি কামনা সভায় যোগদান করে।প্রার্থনা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য,যে বেশ কিছুদিন যাবৎ বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এস এ কে একরামুজ্জামান সুখন মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বি,এনপি নেতার অসুস্থতার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে নাসিরনগর উপজেলার প্রায় সকল মসজিদ /মাদ্রাসায় দোয়া মাহফিল ও মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা ব্যবস্থা করেন দলীয় নেতাকর্মী আর শুভাকাঙ্খিরা। ৭ আগষ্ট ২০২২ রোজ রবিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে দেখতে যান আলহাজ্ব এসএ কে একরামুজ্জামানকে।এ সময় তার শরীরের সর্বশেষ অবস্থা দেখতে ছুটে যান। সাবেক সাংসদ উকিল আব্দুল সাত্তার সহ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা। বর্তমান একরামুজ্জামানের শারিরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল আছেন বলে দলীয় নেতাকর্মী সুত্রে জানা গেছে।