স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দারুস সুন্নাহ ফাউন্ডেশন ও সুরক্ষা ডায়াগষ্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে শতাধীক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার আউলিয়াবাজারে সুরক্ষা ডায়াগষ্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্ট পরিষদের সভাপতি শায়খ মোশাররফ হোসেন রব্বানী। সুরক্ষা ডায়াগষ্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা নূর খাঁ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা মুহাম্মাদিয়া মসজিদ ও কমপ্লেক্স এর প্রিন্সিপাল শায়খ আইন উদ্দিন আল আইনী, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় দারুস সুন্নাহ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ ইসরাইল খাঁন( এম আই খাঁন), মারকায আবু বকর রাঃ মাদ্রাসার, ভাইস প্রিন্সিপাল শায়খ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন দারুস সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি শায়খ আবু আব্দুল্লাহ মহি উদ্দিন,সাধারণ সম্পাদক সুফল মিয়া বিন হাবিবুর রহমান, বিজয়নগর দারুস সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম (আবু ইমাইল ও মহি উদ্দিন।
এ সময় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির,মুহাম্মদ হোসেন,ইসমাইল চৌধুরী,সিরাজুল ইসলাম,ময়নাল হোসেন,ড.মির্জা খোকন,অলি আহমেদ,মাজহারুল হক,ইমাম হোসেন সহ স্যবৃন্দ ও এলাকার বিশেষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগের প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা সহ নানা সামাজিক উন্নয়নের লক্ষে দারুস সুন্নাহ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছেন। শীতবস্ত্র বিতরণ কালে বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে মানবসেবা অব্যাহত থাকবে।