মো. আল আমিন ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া’র বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত দুই বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারে শাহজালাল বেকারী ও বিষ্ণুপুর চকবাজারে ঢাকা বেকারী নামে দুই প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে এ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের শাহজালাল বেকারীকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯,৪১,ও ৫২ ধারায় ৩০ হাজার টাকা ও বিষ্ণুপুর চকবাজারে ঢাকা বেকারীকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮,৪৩,৪৪ ও ৫২ ধারায় ৭০ হাজার টাকা দুই বেকারীকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।এই অভিযান জনস্বার্থের অব্যাহত থাকবে বলে জানান তিনি।