নিজস্ব প্রতিবেদক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ডাকে,নিজের জীবনকে বাজি রেখে যিনি মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরে ছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আমিনুল হক (ছোট্ট মিয়া) অসুস্থ ।
তিনি গত কয়েক মাস যাবৎ অসুস্থতা বোধ করায় ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। গত সোমবার বিকেলে তিনি জানান, অসুস্থতা বোধ করলে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি শ্বাসকষ্ট, হৃদরোগ ও মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের খানমুহাম্মদ সরকার বাড়িতে জন্মগ্রহণ করেন।
উনার বয়স ৬৯ বছর,বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আমিনুল হক (ছোট্টো মিয়া) সুস্থতা কামনা করে সকল, বীর মুক্তিযোদ্ধা সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। প্রসঙ্গত তিনি আশুগঞ্জ উপজেলা প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন । তিনি আরও বলেন আমি চলার পথে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন।