ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে ও বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর পিফোরডি প্রকল্পের আওতায় ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সহায়তায় বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
তিনি বলেন,গণশুনানীর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সরকারী কর্মকর্তাদের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজুমিয়ার সভাপতিত্বে গণশুনানীতে জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিও ্ ভুক্তভোগী সহ এতে ৫০ জন অংশগ্রহণ করেন ।