ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা সহ মোট ৯টি মামলার আসামী খোকন খোন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। খোকন খন্দকার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা গ্রামের মৃত আবরু খন্দকারের ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান,গ্রেফতারকৃত খোকনের বিরুদ্ধে ডাকাতি,চাঁদাবাজি,মারামারি,দ্রুত বিচার ও পুলিশের উপর হামলার ঘটনায় মোট ৯ টি মামলা রয়েছে। আসামী বর্তমানে সবগুলো মামলায় জামিনে রয়েছে। অভিযোগসমূহ যাচাই বাছাই করে তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।