ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন গত বুধবার বিকালে ইপসা’র আয়োজনে শহরের গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র জেলা সমন্বয়কারী গোলাম ছরওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী ,শিক্ষার্থী শায়লা আক্তার ,সাইমা আক্তার প্রমুখ। ক্যাম্পেইনে বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।