আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতে হৃদয় নামে এক কৃষকের মৃত্যু ও উজ্জল নামে এক যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া চরচারতলা গ্রামের নাছির মিয়ার ছেলে ও আহত উজ্জল মিয়া মহিষ বেপারী জসিম এর ছেলে । এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মহিষ চড়াতে মাঠে যান, মহিষ বেপারী জসিমের কর্মচারী হৃদয় মিয়া। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন।
স্থানীয়রা জানান, বজ্রপাতের ঘটনায় তিনি আহত হলে তাদেরকে দ্রুত স্থানীয় মেডিল্যাব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত উজ্জ্বল মিয়া চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ এর সঙ্গে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।