ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ও সরাইল কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর সহ যোগিতায় পবিত্র মাহে রমযান উপলক্ষে প্রতি বছরের ন্যেয় এবারও জেলার ৯টি উপজেলার ৪শ’ অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার হাফেজ টুলা এলাকায়, ফাতেমা (রা:) জামে মসজিদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হারিস মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর সভাপতি আবু আব্দুল্লাহ মহি উদ্দীন বিন আব্দুল মালেক,উপদেষ্টা পরিষদ এর সভাপতি শায়খ মোশারফ হোসেন রব্বানী, প্রধান উপদেষ্টা শায়খ মো.মঈন উদ্দীন সরকার মাদানি,কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ইসরাইল খাঁন, মুহাম্মদ হোসেন, বিজয়নগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর উপদেষ্টা নুর খাঁ, কোষাধ্যক্ষ অলি আহমেদ, কেন্দ্রীয় সমাজকল্যান সম্পাদক ফারেজ খাঁন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান সরাইল কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর সহ-সভাপতি রতন মিয়া ও সরাইল কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফজলুল হক ও কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক শাহ আলম বিন সামা মিয়া।সভা শেষে অসহায় ও দুস্থ ৪শ’ মানুষের মাঝে চিনি, তেল, ডাল, পেঁয়াজ, খেজুর, ছোলা, মুড়ি, সেমাইসহ নানা খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আগামীতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য এই সাহায়তা অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এসময় ব্রাহ্মণবাড়িয়া কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্রাহ্মণবাড়িয়া কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুফল মিয়া বিন হাবিবুর রহমান।