স্টাফ রিপোর্টার:: বিশ্বের সর্ববৃহৎ আত্ম নির্ভরশীল ক্ষুদ্রঋণ দানারী প্রতিষ্ঠান“আশা”র নিজস্ব অর্থায়নে শীত মৌসুমে দরিদ্র,দুঃস্থ ও সুবিধা বঞ্চি তশীতার্থ মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারেও শীত বস্ত্র (কম্বল) বিতরণের জন্য মঙ্গলবার আশা ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান আনুষ্ঠানিক ভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের নিকট ৪০০ টি শীত বস্ত্র (কম্বল) হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সাইফুল ইসলা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজুমিয়া, এডাবের সভাপতি এস এম শাহিন,আশা’রব্রাহ্মণবাড়িয়া সদর অঞ্চলের আর এম মোঃ জয়নাল আবেদীন,সাপোর্ট ইঞ্জিনিয়ার হরিধন বর্মন,সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বিজয় চন্দ্র সাহা, মোঃ আবু সাইদ, মোঃ মোজাম্মেল হক, সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন,পরিমল চন্দ্র সরকার সহ স্অটাফন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।