ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে,বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শ্রেষ্ঠ দের মাঝে জাতীয় শিক্ষা সপ্তাহ এর পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম,জেলা শিক্ষা অফিসার,মোঃ জুলফিকার হোসেন প্রমুখ।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আশুগঞ্জ উপজেলার রচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায়, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম,সম্নাননা স্মারক ও সনদ তুলেদেন, আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা হাতে।