স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মিনি ট্রাক ও কাভার্ডভ্যান মালিক গ্রুপ আশুগঞ্জ শাথার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ জুন শনিবার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে আশুগঞ্জ শাথার কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি বরাবর বাবুল সরকার-আল আমিন পরিষদের সভাপতি বাবুল সরকার ও সাধারণ সম্পাদক আল আমিন সহ ১৫ জন প্রার্থী তাদের নিজনিজ সাক্ষরিত মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী শনিবার নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাই করে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১৫.০৫.২০২৩ সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হবে জানান নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ৩ জুন শনিবার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আশুগঞ্জ শাথা কার্যালয় থেকে পরিচালনা করা হবে। মনোনয়ন পত্র দাখিল করে প্রার্থীরা বলেন নির্বাচনে বিজয়ী হয়ে সংগঠনের অসমাপ্ত কিছু কাজ সম্পূর্ণ করবেন এবং আশুগঞ্জ শাখার ট্রাক মালিক গ্রুপের সকল সদস্যদের পাশে থাকবেন এবং সংগঠনের সার্বিক উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।