স্টাফ রির্পোটার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা ২০১০ সাল থেকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৬ ও ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ২বার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে তিনি নির্বাচিত হয়ে ছিলেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি ও আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতে, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কে তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা, এসময় উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাতওয়াল জামাত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সামাজিক সংগঠনের নেতৃবন্দ।
অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সামাজিক সংগঠনের নেতৃবন্দ, তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ বিষয়ে কাজী মহিউদ্দিন মোল্লা এর কাছে জান্তে চাইলে তিনি দেশবাসির কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।