স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে প্রতি বছরের ন্যেয় এবারও জেলার বিভিন্ন উপজেলায় ৫ শতাধীক অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় পশ্চিম মেড্ডায় সেবা স্টোর প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক মালাই মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইংল্যান্ডের লন্ডন দারুল আরকাম মসজিদের খতিব,ইমাম ও দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি শায়খ মোশারফ হোসেন রব্বানী (হাফেজাহুল্লাহ), অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উস্তাদ মোশারফ হোসেন শাহবাজপুরী। দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ ইসরাইল খাঁন বিন কালু মিয়ার সঞ্চালনায়,শুভেচ্ছা জানিয়েছেন,ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন এর সভাপতি মহিউদ্দিন বিন আব্দুল মালেক (হাফেজাহুল্লাহ), সাধারণ সম্পাদক সুফল মিয়া বিন হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,মুহাম্মদ হেসেন,ইসমাইল চৌধুরী,নূর খা,ইমাম হোসেন,ময়নাল হোসেন,নাহিদ মিয়া,আশ্রাফ আলী,রেজাউল করিম,মোরশেদ আহম্মেদ,ফরহাদ মিয়া,সাদু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান অতিথিগণ। সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আগামীতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য এই সাহায়তা অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।