স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী এডভোকেট আব্দুল হামিদ ভাসানী লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ ভোটাররা ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন বলে জানান তিনি, প্রথম বারের মতো এমপি পদপ্রার্থী জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী।
তিনি জানান, সাধারণ ভোটাররা মনে করে,সরাইল-আশুগঞ্জ আসনে একাধিকবার জাতীয় পাটি,বিএনপি মনোনীত প্রার্থী এমপি নির্বাচিত হয়েছিল। কিন্তু এলাকার মানুষের ভাগ্যের তেমন কোনো উন্নয়ন হয়নি। সেকারণে এবার এলাকার সাধারণ মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এডভোকেট আব্দুল হামিদ ভাসানী জানান, লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত জেনেই ভোটের মাঠে নেমেছি।
তিনি রোববার দিনব্যাপী আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীক বিজয় করতে নির্বাচনি গণসংযোগ করেছেন। তিনি উপজেলার বিভিন্ন নেতাকর্মি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ উজ্জল,সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন,শ্রমিক পার্টির সভাপতি ইসতালিন সরকার সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এডভোকেট আব্দুল হামিদ ভাসানী বলেন সরাইল-আশুগঞ্জের সাধারণ মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন নির্বাচিত হয়ে জনগণকে সাথে নিয়ে শিক্ষার মান উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাট সহ সবধরনের উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।