ব্রাহ্মণবাড়য়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল প্রর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর পশ্চিম মেড্ডা এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্সের কার্যালয়ে অনুষ্ঠিত
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়য়া সদর রিজিওনাল সহকারী ম্যানেজার রাজিব কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল ম্যানেজার মো.ইউসুফ আহম্মেদ, আশুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল বিশ্বাস,সুলতানপুর ব্রাঞ্চ ম্যানেজার হিরণ কুমার শীল,আখাউড়া ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ এর সহকারি ম্যানেজার মো:বদরুজ্জামান সহ আরো অনেকে।
ব্রাহ্মণবাড়য়া সদর ব্রাঞ্চ ও নরসিংদী জোনের আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে এলাকার ২শতাধীক মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার আবিদ আল হাসান এবং ২জন সেবিকা নিয়োজিত ছিলেন। অসহায় দরিদ্র মানুষের মাঝে শিক্ষা,স্বাস্থ্য, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ সহ বিভিন্ন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স কর্তৃপক্ষ।