স্টাফ রিপোর্টার:: স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
সোমবার (২২ মে) সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিমাসুলতানা,চরচারতলা ইউপি,চেয়ারম্যান ফইজুর রহমান,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুজাম্মেল হক,সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় ভূমি সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন। পরে সেবা সপ্তাহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক।