নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-১৯৫১) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।নবনির্বাচিত কমিটির ১৭ জন প্রতিনিধিদের কে শপথ বাক্য পাঠ দানের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করেন,আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী সহ নির্বাচন উপ-পরিষদের দায়িত্ব পালন কারিরা।
শপথ নেন নবনির্বাচিত সভাপতি মো.মাহালম মিয়া,সিনিয়র সহ সভাপতি মো.মাসুদ মিয়া,সহ সভাপতি মো.জলিল খাঁ, সাধারন সম্পাদক মো.আবুল খায়ের,যুগ্ম সাধারন সম্পাদক মো.মোস্তফা মিয়া,সহ সাধারণ সম্পাদক মোশারফ সরকার,কোষাধ্যক্ষ মো.ইয়াছির মিয়া,সাংগঠনিক সম্পাদক মো.মিস্টার মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মো.আল আমিন,দপ্তর সম্পাদক মো.রুবেল মিয়া,প্রচার সম্পাদক মো.ইউসুফ মিয়া, ক্রীড়া সম্পাদক মো.হাসান মিয়া,কার্যকরী সদস্য মো.জুয়েল মিয়া,মো.সুমন মিয়া,রফিকুল ইসলাম, সুমন মিয়া,সেলিম মিয়া।
এ উপলক্ষে সোবার বিকেলে আশুগঞ্জ ফেরীঘাট শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন উপ-পরিষদের দায়িত্ব পালন কারি চেয়ারম্যান মো.বাবুল সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আল আমিন এর পরিচালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ,নির্বাচন উপ-পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান মো.বাবুল সরকার সহ নবনির্বাচিত সভাপতি মো.মাহালম মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ২১ জুলাই ২০২২ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কভারভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সাবেক কমিটির সদস্য ও বিভিন্ন এলাকার শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন,সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।