স্টাফ রিপোর্টার:: হযরত সৈয়দ বারী শাহ(রঃ)তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যাপী হেফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজীপাড়া বারীয়া দরবার শরিফে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কাজীপাড়া বারীয়া দরবার শরিফ এর পীরজাদা সৈয়দ নূরে আজম এর সভাপতিত্বে ও সৈয়দ বারী শাহ (রঃ)তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ মুফতি হেলাল উদ্দিন খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রপ্ত আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী জহিরুল ইসরাম।
বিচারক মন্ডলি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ সৈয়দ আলী কবিরাজ, মারকাজুত তাহফিজ ইন্টান্যাশনাল মাদ্রাসা বিশ্বরোড শাখার সাবেক প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সাব্বির আহমদ,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয় মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা শারাফত,মুফতি জাবেদ রেজা আলকাদরী,হাফেজ মুফতি মামুনুর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল কাইয়ূম প্রমুখ।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজ কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশনেন। প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ১০ পারা ও হামদ এবং নাত প্রতিযোগীর অংশগ্রহনে বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।