শেখ মোঃশহিদুলইসলাম::শনিবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুলমাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার সকল স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকগণ খেলা পরিচালনা করেন। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল (বালক) এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ফুটবল (বালিকা) ইভেন্টে পৃথক পৃথক চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করে।
ফুটবল ছাড়াও হ্যান্ডবল,কাবাডি,দাবাও সাঁতার প্রতিযোগিতায় বালক ও বালিকা পৃথক পৃথক দলে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।