জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবের ৪টি চেক জালিয়াতীর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্তার হুসেন কে ১০ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সে উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণ নগর গ্রামের সাদিক মিয়ার ছেলে।
সে পেশায় একজন পাদুকা ব্যবসায়ী সিফাত সুজের মালিক। সে বিভিন্ন সময়ে ভৈরব শহরের বিভিন্ন লোকের নিকট থেকে চেক দিয়ে টাকা ধার নিয়ে পরিশোধ না করেই গাঁ ঢাকা দেয়। তারই জেরে ২০১২ সনের বারই জানুয়ারী মাসে জনৈক মাহফুজ মিয়া ২টি একই বছরের সেপ্টেম্বর মাসে আরো একটি এবং ২০১৩ সালের ১৫ই নভেম্বার আরো একটি চেক জালিয়াতীর মামলা দায়ের করা হয়।
এই ৬টি মামলায় তার সাজা হয়। এ বিষয়ে ভৈরব থানার এস আই সাইদুর রহমান বলেন, উপজেলার শিবপুরের টানকৃষ্ণ নগর গ্রামের সাদিক মিয়ার ছেলে সিফাত সুজ ফেক্টরী সত্বাধীকারী ব্যবসা পরিচালনার সার্থে বিভিন্ন সময়ে ভৈরবের প্রভাবশালী মাহফুজ মিয়া সহ বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চেক দিয়ে টাকা ধার নেন। চেক নিয়ে পাওনাদাররা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে চেক দেত্তয়ার পর একাউন্টে টাকা না থাকায় চেকগুলো রিটার্ণ হয়।
তাই ভুক্তভোগীরা কিশোরগঞ্জ আদালতে ২০১২ সালে ৩ টি ও ২০১৩ সালে ১ সিআর মামলা দায়ের করেন। মামলা নাম্বার সিআর মামলা নং-২৫৫(১)১২ সিআর মামলানং ২৫৬(১)১২ সিআর মামলানং২৭৫(৯)১২ সিআর মামলা নং১৫৯(১১)১৩ দায়ের করেন। মামলা দীর্ঘ শুনানীর পর মাননীয় আদালত তাকে ৪ টি মামলাতেই সাজা প্রদান করেন। মামলা দায়েরের পর থেকেই আসামী আক্তার হুসেন পরিবার নিয়ে পালিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে গিয়ে বসবাস করতে থাকেন বলে পুলিশ জানায়।