নিজস্ব প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে পৌর শহরের চন্ডীবের এলাকার কান্দা হাটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ধর্ষককে গ্রেফতার করতে কাজ করছে বলে জানান পুলিশ।গত মঙ্গলবার রাতে নিজ ঘরে পড়াশোনা করছিলো ৫ম শ্রেণির শিক্ষার্থী লিপি (ছদ্মনাম) ১২ বছর ।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাহিরে গেলে প্রতিবেশী আলী মিয়ার ছেলে রিকশাচালক সোরাফ মিয়া (৫০) জোরপূর্বক তাকে তুলে নিয়ে বাড়ির পাশবর্তী একটি মাঠে। পরে ঐখানে শিশুটিকে জোড় পূর্বক ধর্ষন করে চলে যায়।
লিপির মা বাড়িতে ফিরে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।এক পর্যায়ে দেখেন যে মেয়েটি বাড়ির পাশে নির্জনে বসে কান্না করছে। পরে সে বিষয়টি তার মাকে জানায়। পরদিন বুধবার সকালে শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈরব থানার ওসির বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগি শিশুর মা বাদি হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।