স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি ও চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর সেকশন অফিসার মো.সালাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাম্মেল হক জালালী,মিজানুর রহমান, মোঃ আবুল বাশার, নজরুল ইসলাম, ইমরান আহম্মদ চৌধুরী,মো.কবির হোসেন,আবিদা সুলতানা,আরমান হোসেন,ফাতেমাতুজ্জোহরা,কারী আব্দুর রশিদ সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে কবিতা আবৃতি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এবং মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজনের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা।