স্টাফ রিপোর্টার:: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুগঞ্জ সার কারখানা কলেজ মাঠে এসএসসি ২০০৫ ব্যাচ এর আয়োজনে খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দল টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত গ্রহন করেন এবং নির্ধারাত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেন। ২১৩ রানের জয়ের লক্ষে লাল দল খেলতে নেমে ১০ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেন। ফলে সবুজ দল ১৪৬ রানে লাল দলকে পরাজিত করেন। খেলায় ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন আতিক।
সবুজ দলের অধিনায়ক ছিলেন রাশেদুজ্জামান রনি এবং লাল দলের অধিনায়ক ছিলেন মির্জা মনির। খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন বাইজিদ ও বাপ্পি।খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ সহ সেরা খেলোয়াড়দের মাঝে বড় খাসি সহ পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্চা সেবক লীগের
সভাপতি শাহিন সিকদার,আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া,সহ সভাপতি গাজী জামসেদ হোসেন,সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন,ক্রীড়া সম্পাদক এনামুল হক,অর্থ সম্পাদক আশরাফুল মামুন,দপ্তর সম্পাদক আরিফ হোসেন ভুইয়া সহ আরও অনেকে।