রাজবাড়ীতে বজ্রপাতে ৮ গৃহবধূ আহত,হাসপাতালে ভর্তি
রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে আটজন গৃহবধূ আহত হয়েছে। রবিবার বিকালে উপজেলার হাবাসপুর,বাহাদুরপুর ও পৌরসভার মৌকুড়ী এলাকায় এঘটনা ঘটে। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো,বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাসরিন আক্তার, হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মতিন মন্ডলের স্ত্রী আকলিমা,চরঝিকড়ী গ্রামের সোনাইয়ের স্ত্রী রিনা, আকিদুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, পাংশা পৌরসভার মৌকুড়ি গ্রামের আক্কাস আলীর স্ত্রী বিলকিস বানু, নিজাম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম, আজাদ হোসেনের স্ত্রী শিপ্রা এবং হিলালের স্ত্রী নাসিমা খাতুন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ এলামুল হক বলেন, বিকালে বৃষ্টি শুরু হয়। সে সময় আহতরা কেউ ঘরে, কেউ ঘরের বারান্দায়,কেউ রান্না ঘরে ছিলো। বৃষ্টির সাথে বজ্রপাত হলে আহত হন সবাই। পরে পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।
এলামুল হক আরও বলেন,বিকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত আটজনকে ভর্তি করা হয়েছে। তারা সবাই এখন আশঙ্কা মুক্ত আছে।এবিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।